রোহিঙ্গা ক্যাম্পে ৩৬ হাজার পিস ইয়াবাসহ আটক-৭

কক্সবাজার জার্নাল ডটকম •

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে ফের ৩৬হাজার পিস ইয়াবাসহ সাত রোহিঙ্গাকে আটক করেছে ৮আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) সদস্যরা।

আটককৃতরা হলেন উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ছলিম@লালুর স্ত্রী নুর বাহার(৪১),তার দুই ছেলে নুর হাছন(১৯),আনোয়ার হাছন(১৫)।এরা সবাই নয় নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।

বাকি গুলো হলেন উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প -১০এর বাসিন্দা মৃত সালেহ আহমদের ছেলে দিলদার হোসেন(৪০),নুর আলীর ছেলে খায়রুল আমিন (২২),উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প -৮ওয়েস্ট এর বাসিন্দা মোঃ হোসেনের ছেলে ইমাম হোসেন (২৫)।আটককৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

গত বুধবার গভীর রাতে ও বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করেন।

৮এপিবিএন সহকারী পুলিশ সুপার (অপস্ এন্ড মিডিয়া)মোঃ ফারুক আহমেদ সত্যতা নিশ্চিত করে বলেন জব্দকৃত মাদক ও টাকাসহ আটককৃত রোহিঙ্গাদের বিরুদ্ধে উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। তিনি আরো বলেন ক্যাম্প এলাকা মাদকমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে।

এ ব্যাপারে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন এদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়।

আরও খবর