টেকনাফে উদ্ধার হওয়া গ্রেনেড ধ্বংস করলো সেনাবাহিনী!

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •


টেকনাফ পৌরসভা ২নং ওয়ার্ড এলাকা থেকে উদ্ধার হওয়া শক্তিশালী হাত গ্রেনেডটি ধ্বংস করছে বাংলাদেশ সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিট দলের সদস্যরা।

উল্লেখ্য, ১৯ অক্টোবর (বুধবার) রাতে টেকনাফ পৌরসভা ২নং ওয়ার্ড এলাকা থেকে স্থানীয় জনতার সহযোগীতায় পুরাতন এই হাত গ্রেনেডটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

সত্যতা নিশ্চিত করে, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান জানান, পৌরসভা ২নং ওয়ার্ড পুরাতন পল্লানপাড়া কুয়েত মসজিদের পূর্ব পাশে একটি খোলা জায়গায় বিকাল বেলায় বেশ কয়েক জন কিশোর খেলাধুলা করছিল।

উক্ত সময়ে পুরাতন একটি গ্রেনেড পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। এরপর স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার লোকজন এগিয়ে এসে পড়ে থাকা গ্রেনেডটির কথা তাৎক্ষনিক ভাবে থানায় অবগত করলে পুলিশের একটি চৌকষ দল ঘটনাস্থলে এসে গ্রেনেডটি উদ্ধার করতে সক্ষম হয়।

তিনি বলেন, গতকাল দিবাগত রাতে গ্রেনেড উদ্ধার’র বিষয়টি সেনাবাহিনীকে অবিহিত করেছি।

এরপর ২০ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর ২টা ৩০মিনিটের সময় বাংলাদেশ সেনাবাহিনীতে দায়িত্বরত ক্যাপটেন ইশরাত জাহান ইশার নেতৃত্বে সাত সদস্যের একটি দল উদ্ধার হওয়া পুরাতন গ্রেনেডটি টেকনাফ পৌরসভা আদর্শ বিদ্যালয়ের মাঠে ধ্বংস করা হয়েছে।

আরও খবর