টেকনাফ অফিস •
টেকনাফ পৌরসভা এলাকায় থেকে একটি পুরাতন গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।
১৯ অক্টোবর বুধবার রাতে টেকনাফ পৌরসভা এলাকা থেকে পুরাতন গ্রেনেড উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান বলেন, টেকনাফ পৌরসভা ২নং ওয়ার্ড পুরাতন পল্লান পাড়া কুয়েত মসজিদের পূর্ব পাশে একটু খোলা জায়গায় কিছু শিশু খেলাধুলা করার সময় একটি পুরাতন গ্রেনেড পরিত্যক্ত অবস্থায় দেখতে পাই। বিষয়টা পুলিশকে অবগত করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে।
তিনি বলেন, পরে বিষয়টি সেনাবাহিনীকে অবগত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সেনাবাহীনির একটি বিশেষজ্ঞদল এসে গ্রেনেডটি পরীক্ষা করে নষ্ট করা হবে। ধারণা করা হচ্ছে পুরাতন গ্রেনেডটি দীর্ঘদিন যাবত মাটির নিচে থাকায় মরিচা ধরেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-