উর্মিলার ডাকে শাকিব খানের সাড়া!

বিনোদন ডেস্ক •

সেরা অভিনেতার পুরস্কার নিতে যুক্তরাষ্ট্রে যাননি শাকিব খান। তবে টিভি অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী করের ডাকে সাড়া দিয়েছেন তিনি।

এ তথ্য দিয়েছেন উর্মিলা নিজেই।

ব্যক্তিগত ইস্যুতে টালমাটাল অবস্থা ঢাকাই ছবির সুপারস্টারের। রীতিমতো বিধ্বস্ত হয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন। গুজব রটানোকারীদের তালিকা তৈরি করছেন বলে হুঁশিয়ারিও দিয়েছেন।

তবে শাকিবের ব্যক্তিগত জীবনের নানা বিতর্কে গা মাখাননি উর্মিলা। ঢাকাই কিং খানকে অতিথি করতে চান তিনি।

জানা গেছে, রাজধানীতে আরও দুই পার্টনার নিয়ে একটি বিউটি পার্লারপরিচালনা করছেন উর্মিলা কর। আর শাকিব খানকে দিয়ে এই পার্লার উদ্বোধন করাতে চান তিনি। শাকিব খানও সাড়া দিয়েছেন উর্মিলার এই প্রস্তাবে।

গণমাধ্যমকে উর্মিলা বলেছেন, ‘বিউটি পার্লারগুলোতে গিয়ে আমার বরাবরই মনে হতো এই সেক্টরে কাজের অনেক সুযোগ আছে। তাই নতুনভাবে পার্লারটি শুরু করলাম। শাকিব ভাই আমার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তিনি আমাদের শোরুম উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে আমার নিমন্ত্রণ গ্রহণ করেছেন।’

উর্মিলা আরও জানালেন, রাজধানীর বনানী ১১ নাম্বর রোডে অবস্থিত পার্লারটি আগামী ২১ অক্টোবর সন্ধ্যায় উদ্বোধন করবেন শাকিব খান।

আরও খবর