রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে শেখ রাসেল দিবস উদযাপন

টেকনাফ প্রতিনিধি :

কক্সবাজারের রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে শেখ রাসেল দিবস’২২ উদযাপিত হয়েছে।

১৮ অক্টোবর মঙ্গলবার দ্বিতীয় বারের মতো জাতীয় দিবস হিসেবে যথাযথ মর্যাদায় পালিত হলো শেখ রাসেল দিবস-২০২২।

কক্সবাজার -৩ আসনে স্থাপিত শেখ রাসেল স্কুল অব ফিউচার এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার -৩ আসনের (কক্সবাজার-রামু) সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।

সাইমুম সরওয়ার কমল বলেন, শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও শেখ রাসেল স্কুল অব ফিউচার ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের আধুনিক তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহারের পাশাপাশি দেশ প্রেম, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে।

তিনি বলেন, শেখ রাসেল জাতীয় দিবস ২০২২ এর মূল প্রতিপাদ্য নির্বাচন করা হয়েছে ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত’ নির্ভীক’। এই শব্দগুলোর মধ্য দিয়ে শেখ রাসেলকে আমরা স্মরণ করতে চাই। বাংলাদেশের প্রতিটি শিশু-কিশোর-কিশোরীদের একটি নির্মল শৈশব-কৈশোর এবং একটি নির্ভীক অসাম্প্রদায়িক প্রজন্ম হিসেবে গড়ে তুলতে চাই।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুল বাতেন খান, অধ্যক্ষ মেজর জাহিদ সরোয়ার আকন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, আইসিটি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ।

আরও খবর