আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উখিয়ার বালুখালী ১৯নং ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত যুবক ওই ক্যাম্পের এ-১০ ব্লকের মোঃ জামিল আহমদের পুত্র মোহাম্মদ সৈয়দ হোসেন।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ক্যাম্প-১৯-এ একটি দোকানের সামনে পাঁচ-ছয়জনের একটি দুষ্কৃতকারীর দল সৈয়দ হোসেনের ওপর আকষ্মিকভাবে হামলা করে। গলায় ধারালো ছুরি দিয়ে কেটে এবং গুলি করে মারাত্মক জখম করে। ঘটনাস্থলেই নিহত হন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্যাম্পে আমাদের নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে।
তিনি আরও জানান, কতিপয় দুষ্কৃতিকারী ইতোপূর্বে তার বাবা জমিল হোসেনকে খুন করে। সে খুনের মামলার আসামীদেরকে গ্রেফতারের জন্য সে তৎপর ছিল। তারই জের আক্রোশে দুস্কৃতিকারীরা তাকে খুন করছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোহিঙ্গা ক্যাম্পে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
এদিকে, গেল ১৫ অক্টোবর রাতে ১৩ ও ১৯ নম্বর ক্যাম্পে দুইজন রোহিঙ্গা মাঝিকে কুপিয়ে হত্যা করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। এর রেশ না কাটতেই আবারও হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-