ইমরান আল মাহমুদ:
উখিয়া উপজেলার ব্যস্ততম বাণিজ্যিক স্টেশন কোর্টবাজার দোকান মালিক সমবায় সমিতি লি. এর কার্যকরী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
রবিবার(১৬ অক্টোবর) দুপুরে সমিতির কার্যালয়ে তফসিল ঘোষণা করেন উপজেলা সমবায় কর্মকর্তা সলিম উল্লাহ।
এসময় কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন করতে কমিশন গঠন করা হয়। সমবায় কর্মকর্তাকে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকবেন। সাথে ফজলুর করিম ও দেলোয়ার হোসেন কমিশনের দায়িত্ব পালন করবেন।
তফসিল অনুযায়ী সভাপতি,সহ সভাপতি,সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ একজন করে নির্বাচিত হবেন। নির্বাহী সদস্য ৮জন নির্বাচিত হবেন।
নির্বাচনের মনোনয়ন বিতরণ করা হবে আগামী ২৪ অক্টোবর থেকে,মনোনয়ন দাখিল ২৭ অক্টোবর(সমিতির কার্যালয়ে),বাছাই ও বৈধ প্রার্থীদের খসড়া তালিকা ৩০ অক্টোবর উপজেলা সমবায় অফিসারের কার্যালয়ে প্রকাশ করা হবে।
আপত্তি ও আপিল আবেদন ৩১ অক্টোবর, আপিলের শুনানি ও সিদ্ধান্ত ২, ৩ ও ৬ নভেম্বর,প্রার্থীতা প্রত্যাহার ৭ নভেম্বর,বৈধ প্রার্থীদের তালিকা ও প্রতীক বরাদ্দ ৮ নভেম্বর শেষ তারিখ হিসেবে ঘোষণা করা হয়েছে।
সর্বশেষ ২০ নভেম্বর আরব সিটি সেন্টারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে ব্যবসায়ীদের মাঝে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-