টেকনাফ প্রতিনিধি •
কক্সবাজারের টেকনাফে পাচারকারীদের ফেলে যাওয়া বস্তার ভেতর থেকে দেড় কোটি টাকা মূল্যের ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
শনিবার ভোরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব কোনাপাড়া এলাকার ধানক্ষেত থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, ভোরে কোনাপাড়া এলাকায় নাফ নদীর কিনারায় টহল দিচ্ছিলেন বিজিবি সদস্যরা। এ সময় কাঁধে বস্তা নিয়ে দুজনকে আসতে দেখে চ্যালেঞ্জ করেন তারা।
কিন্তু বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তাটি কোনাপাড়া কবরস্থানের পাশে ধানক্ষেতে ফেলে দিয়ে পালিয়ে যান পাচারকারীরা। পরে বস্তা খুলে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য দেড় কোটি টাকা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-