সেন্টমার্টিন হেরিটেজ পরিবহনের লাক্সারিয়াস স্লিপার কোচে অভিযান চালিয়ে ৮ হাজার পিচ ইয়াবাসহ বাসের ড্রাইভার এবং হেলপারকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাত অনুমান সাড়ে বারোটায় কক্সবাজার থেকে ছেড়ে যাওয়ার ঢাকাগামী বাসটিতে রামু পানির ছড়া এরশাদ ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে ইয়াবা সহ ২ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন বাসের চালক নারায়ণগঞ্জের রুপগঞ্জের মোঃ আলীর পুত্র শুকুর আলী (৪৫), এবং তার সহযোগী টেকনাফের বরইতলীর আবুল কাশেমের পুত্র রফিক (৩০)।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-