টেকনাফ প্রতিনিধি •
কক্সবাজারের টেকনাফে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে র্যাব-১৫। বৃহস্পতিবার ভোররাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- হ্নীলার নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের ইউছুফ আলী ছেলে ওসমান গনি, একই ব্লকের ইয়াসিনের ছেলে আব্দুল রশিদ, রহমত উল্লা ছেলে মো.আয়েস, রফিক আলমের ছেলে নুর কামাল এবং একই ব্লকের সফিকের ছেলে ফারুক।
কক্সবাজার র্যাব-১৫ সিনিয়র সহকারী পুলিশ সুপার (ল’ এন্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, হ্নীলা ইউপিস্থ মোচনী ইবিসি ব্রিক ফিল্ডের গেটের সামনে প্রধান সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন কয়েকজন রোহিঙ্গা যুবক। বৃহস্পতিবার ভোররাতে এমন খবরে অভিযান চালিয়ে পাঁচ রোহিঙ্গাকে আটক করে র্যাব।
এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে অস্ত্রসহ তাদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-