উখিয়ায় দুই সন্তানের জনক ২ মাস ধরে নিখোঁজ!

নিজস্ব প্রতিবেদক, উখিয়া •

কক্সবাজারের উখিয়ার হোছন আহমদ (২৪) নামের এক যুবক দুই মাস যাবত নিখোঁজ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর নিকট দফায় দফায় ধর্না দিয়েও এখনও উদ্ধার করতে পারেনি। অবুঝ দুই সন্তানকে কোলে নিয়ে স্ত্রী ও পিতা-মাতার কান্নার আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।

নিখোঁজ যুবক উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৭ নম্বর ওর্য়াড ইমামের ডেইল গ্রামের ছাবের আহমদের পুত্র।

পরিবারের অভিযোগ, গত ১০ আগষ্ট দুপুরে একই এলাকার জামাল হোসেন, ছৈয়দুল আমিন ও ইমাম হোসেনের নেতৃত্বে অজ্ঞাতনামা কয়েকজন লোক হোছন আহমদকে মারধর করে জোরপূর্বক অপহরণ করে সিএনজিতে তুলে নিয়ে যায়। সেই থেকে তিনি নিখোঁজ রয়েছে।

এ ব্যাপারে পরের দিন ১১ আগষ্ট পরিবারের পক্ষে শ্বশুর বশির আহমদ উখিয়া থানার লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু ঘটনার ২ মাস অতিবাহিত হওয়ার পরও নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

গ্রামবাসীর সাথে কথা বলে জানা গেছে, গত ২২ জুলাই হোছন আহমদ সোনার পাড়া বাজার হতে বাড়িতে ফেরার পথে সমুদ্র উপকূলীয় ইমামের ডেইল এলাকায় হামলা ও ছিনতাইয়ের শিকার হন। চিহ্নিত সন্ত্রাসীরা লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত নগদ টাকা ও স্ত্রীর স্বর্ণালংকার ছিনতাই করে নিয়ে যায়।

উক্ত ঘটনায় আহত যুবক বাদী হয়ে কক্সবাজার আদালতে মামলা দায়ের করে। এতে জামাল হোসেন, ছৈয়দুল আমিন ও ইমাম হোসেন কে আসামী করা হয়। যার সিআর মামলা নম্বর ২৮০ ধারা ১৪৩,৩২৩,৩২৫,৩০৭,৩৯৪,৫০৬ ও ৩৪ দন্ডবিধি।
পিতা ছাবের আহমেদ জানান, এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা আমার ছেলেকে হত্যার উদ্যোশে হামলা করে।

এ ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দায়ের করলে ক্ষুব্ধ হয়ে উঠে এবং মামলা তুলে নিতে একের পর এক হুমকি ধমকি সহ প্রাণ নাশের হুংকার দিয়ে আসছিল। পিতার অভিযোগ ছেলেকে প্রকাশ্যে অপহরণ করেছে। দুই সন্তানের জননী তফুরা বেগম (২০) কান্না কন্ঠে বলেন অপহরণের ২ মাস অতিবাহিত হওয়ার পরও আমার স্বামী উদ্ধার না হওয়ায় পুরো পরিবারে উদ্বেগ উৎকন্ঠায় জীবন যাপন করছে।

নিখোঁজ যুবককে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন ভোক্তভোগী পরিবার।

আরও খবর