মহেশখালীতে টমটমের ধাক্কায় শিশুর মৃত্যু!

গাজী মোহাম্মদ আবু তাহের, মহেশখালী •

দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়ীতে ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) এর ধাক্কায় মারুফ নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত মারুফের বয়স ৬ বছর, মাতারবাড়ী ইউনিয়নের সাইরারডেইল এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৩ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১টা ৪০ মিনিটের দিকে মাতারবাড়ী ইউনিয়নের ০৯ নম্বর ওয়ার্ডের সাইরার ডেইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের ১ নম্বর গেইট এলাকায় রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি টমটম এসে শিশুটিকে ধাক্কা দেয়।

এতে শিশুটির মাথা ফেটে গিয়ে রক্তাক্ত আহত হয়, পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা শিশুটি মৃত্যু হয়েছে বলে জানান।

শিশু মারুফ মাতারবাড়ী সাইরার ডেইল এলাকার জনৈক আলতাফ উদ্দিনের পুত্র। সে দক্ষিণ সাইরার ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেনিতে পড়ে।

এদিকে এ ঘটনার পর এলাকাবাসী ওই টমটমসহ টমটমের ড্রাইভারকে আটক করে রেখেছে।

আরও খবর