ইমরান আল মাহমুদ:
কক্সবাজার সরকারি কলেজ গণিত বিভাগের আন্তঃবর্ষ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে।
বুধবার(১২ অক্টোবর) দুপুরে কলেজ মাঠে আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি বলেন,”মাদকের করাল গ্রাস থেকে নিজেদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই৷ তাছাড়া নিজেদের আদর্শ খেলোয়াড় হিসেবে গড়ে তুলছে পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। খেলাধুলায় শরীর ও মন ভালো থাকে।”
খেলায় নির্ধারিত সময়ে গোল না হওয়ায় ট্রাইবেকারে অনার্স ১ম বর্ষকে হারিয়ে ৪র্থ বর্ষ বিজয়ী হয়। ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন শরীরচর্চা বিভাগের শিক্ষক মো. আব্বাস উদ্দিন।
গণিত বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক আহমদ কবিরের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মোহাম্মদ নিজাম উদ্দিন ফারুকী’র সমন্বয়ে অনুষ্ঠিত খেলায় বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ ড.সুজিত কুমার দে,সাবেক অধ্যক্ষ প্রফেসর কামরুল আহসান,প্রফেসর সোমেশ্বর চক্রবর্তী,শিক্ষক পরিষদের সম্পাদক কাশেম সহ কলেজের শিক্ষক,শিক্ষার্থীবৃন্দ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-