সংবাদ বিজ্ঞপ্তি •
উখিয়ায় ফ্রেন্ডশিপের উদ্যোগে মা ও শিশুর পুষ্টি বিষয়ক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) বেসরকারি সংগঠন ফ্রেন্ডশিপের আয়োজনে উখিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যদের নিয়ে এ এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের হেলথ প্রজেক্টের ডেপুটি ডিরেক্টর ডা: এটিএম সানাউল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ্যাডভোকেসী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজিব।
এসময় বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী, উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রনজন বড়ুয়া রাজন, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ আফসানা শাম্মী, ফ্রেন্ডশিপ এর সিনিয়র প্রোগ্রাম স্পেশালিষ্ট ডাঃ আবুল হোসাইন শেখ, নিউট্রেশন হেলথ প্রজেক্টের প্রোগ্রাম অফিসার মোহাম্মদ হামিম হোসাইন, হেলথ প্রজেক্টের প্রোগ্রাম অফিসার ডা: ফারহানা জান্নাত, গভর্মেন্ট রিলেশন অফিসার তারেক সিরাজ চৌধুরী প্রমুখ।
কর্মশালায় জানানো হয়, ফ্রেন্ডশিপ উখিয়া উপজেলার হলদিয়াপালং ও রত্নাপালং ইউনিয়নে মা ও শিশুর পুষ্টি নিয়ে কাজ করছে। এ প্রকল্পের আওতায় এসব এলাকার ৫ বছরের নিচে শিশু, দুগ্ধদানকারী মা ও গর্ভবতী মা পুষ্টি বিষয়ক স্বাস্থ্যসেবা গ্রহণ করছে। সভায় তাদের পুষ্টি কার্যক্রমের উপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করে বিষদ ধারণা দেয়া হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-