ডেস্ক রিপোর্ট •
কক্সবাজার সমুদ্রে গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর দুইটার দিকে সৈকতের সি-গাল পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।
ওই পর্যটকের নাম মোহাম্মদ সুমন। তিনি ঢাকার বংশালের নয়াবাজার এলাকার বাসিন্দা। তিনি স্ত্রী, সন্তান নিয়ে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন।
পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ জানান, দুপুরে সাগরে গোসল করতে নেমে হঠাৎ তিনি পানিতে ডুবে যান। পরে বিচ ও লাইফ গার্ড কর্মীরা তাকে উদ্ধার করে।
মুমূর্ষ অবস্থায় সুমনকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-