বারের পর এবার স্পা সেন্টারে অভিযান, আটক ২৫ নারী-পুরুষ

ডেস্ক রিপোর্ট •

ফাইল ছবি

রাজধানীর অভিজাত গুলশান এলাকার তিনটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে পতিতাবৃত্তি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ১৯ জন নারীসহ ২৫ জনকে আটক করেছে পুলিশ।

রোববার রাতে গুলশান-১ এর লোটাস থাই স্পা, গুলশান-২ এর দ্য বেস্ট স্পা ও অপ্পো থাই স্পা সেন্টারে অভিযান চালানো হয়।

স্পা সেন্টারগুলোতে অনৈতিক কর্মকাণ্ড চলছে- এমন খবর পেয়েই অভিযান চালানো হয় বলে জানিয়েছে পুলিশ। অভিযানে আটককৃতদের মধ্যে ১৯ জন নারী ও ৬ জন পুরুষ।

গুলশান থানার এসআই মিরাজ আকন বলেন, স্পা সেন্টারগুলোতে পতিতাবৃত্তির কাজ চলছিল। পরে সেখান থেকে ২৫ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

আরও খবর