সংবাদ বিজ্ঞপ্তি:
বৌদ্ধ সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমায় ফানুস উৎসবে মেতেছেন উখিয়ার বৌদ্ধ সম্প্রদায়।
রোববার (৯ অক্টোবর) সন্ধ্যায় নানা রঙের ফানুস ও বেলুন উড়িয়ে এই উৎসব উদযাপন করেছেন উখিয়ার বৌদ্ধ সম্প্রদায়।
এবার উখিয়াতে বড় ফানুস উৎসব করেছে উখিয়া কেন্দ্রীয় আনন্দ ভবন বৌদ্ধ বিহার সহ বেশ কয়েকটি বিহার। এই ফানুস ওড়ানোর উদ্দেশ্য হলো আকাশে ভাসমান গৌতমের পবিত্র কেশধাতু প্রদীপ দিয়ে বন্দনা করা।
এর আগে উখিয়ার প্রতিটি বৌদ্ধ বিহারে দিনব্যাপী জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের প্রাতঃরাশ, প্রভাতফেরি, মঙ্গলসূত্র পাঠ, বুদ্ধপূজা, পঞ্চশীল ও অষ্টাঙ্গ উপসথশীল গ্রহণ, মহাসংঘদান, ভিক্ষু সংঘকে পিণ্ডদান, অতিথি আপ্যায়ন, পবিত্র ত্রিপিটক থেকে পাঠ, আলোচনা সভা, প্রদীপপূজা, বিশ্বশান্তি কামনায় সম্মিলিত বুদ্ধোপাসনা, বুদ্ধকীর্তন, আলোকসজ্জার আয়োজন হয়।
উখিয়া আনন্দ ভবন বৌদ্ধ বিহারে ফানুস উত্তোলনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব,অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী,ইউপি সদস্য হেলাল উদ্দিন সহ বিহার উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-