কক্সবাজার প্রতিনিধি •
কক্সবাজার শহরে ৪৪ হাজার পিস ইয়াবাসহ মহিউদ্দিন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে পৌরশহরের বাজার ঘাটা নাপিতা পুকুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মহিউদ্দিন (৪৫) সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পাওয়ার হাউস এলাকার আক্তার কামালের ছেলে।
বিষয়টি কক্সবাজার জার্নালকে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সাইফুল আলম।
তিনি জানান, পুলিশ সুপার মাহফুজুল ইসলাম’র নির্দেশনায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ টিম নিয়ে আমি আটককৃত আসামি মহিউদ্দিন এর বর্তমান ঠিকানাস্থ নাপিতা পুকুর এলাকার বসত ঘরে অভিযান চালিয়ে ৪৪ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্যে ১ কোটি ৩২ লাখ টাকা৷
এসময় ইয়াবা বিক্রির ৩৭ হাজার টাকা, মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি এন্ড্রয়েড মোবাইল ফোনও উদ্ধার করে জব্দ করা হয়।
ওসি সাইফুল আলম জানান, আটককৃত মহিউদ্দিন এলাকায় মানুষের ধারণা পালটাতে নিয়মিত নামাজ আদায় করলেও মূলত এর ছদ্মবেশে দীর্ঘদিন ধরে বড় বড় মাদকের চালান পাচার করে আসছে। তাকে রিমান্ডে এনে ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
আটক আসামির বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।পর্যটন নগরী কক্সবাজারে মাদক মুক্ত করতে আগামীতেও ডিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানান ডিবির এ কর্মকর্তা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-