ডেস্ক রিপোর্ট •
ন্যাশনাল গ্রিড বিপর্যয়ের পর কক্সবাজার সহ সারাদেশের অধিকাংশ এলাকায় মধ্যরাতেও লোডশেডিং হচ্ছে। একেতো গরম, তারওপর বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছে মানুষ।
শনিবার (৮ অক্টোবর) দিনগত মধ্যরাতে কক্সবাজারের অধিকাংশ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। মধ্যরাতে বিদ্যুতের এ আসা-যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন অনেকেই।
উখিয়ার আনোয়ার খান নামে এক ব্যক্তি ফেসবুক পোষ্টে লিখেছেন, বিদ্যুৎ বিষয়ে কিছু লিখলে বিদ্যুৎ লজ্জা পাচ্ছে আসতে দেরি করে।চেরাগ রেডি করেন হাতপাখা পকেটে রাকেন । ডিজিটাল যুগ ত!
মুহিব উল্লাহ নামের এক ব্যক্তি লিখেছেন স্বদেশের বিদ্যুৎ দুর্ভিক্ষের কবলে।
উখিয়া কোটবাজারের ছাবের আহমেদ নামের এক ব্যক্তি লিখেছেন দুর্ভিক্ষের প্রারম্ভিক লক্ষন পল্লী বিদ্যুৎ দিয়ে শুরু হল বুঝি!
কক্সবাজারের সোহেল আরমান নামে এক ব্যক্তি লিখেছেন ২:১৫ মিনিটের কেনো বিদ্যুৎ নিলেন বদ্দা তোদের কোন ভাষায় বললে আপনাদের জন্ম শুদ্ধ হবে?
এমন অনেকেই পল্লী বিদ্যুতের প্রতি ক্ষোভ প্রকাশ করে পোস্ট দিয়েছেন।
এদিকে, উখিয়া পল্লী বিদ্যুৎ এর অব্যাহত লোডশেডিং দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে আগামী কাল কোটবাজারে মানববন্ধনের ডাক দিয়েছে উখিয়া অধিকার বাস্তবায়ন পরিষদ।
সংগঠনের সভাপতি সাংবাদিক শরিফ আজাদ জানান, মধ্যরাতে লোডশেডিং কোনো অবস্থায় মানবিক কাজের মধ্যে পড়ে না। শুধু লোডশেডিং বলে কথা নয়, বর্তমান ডিজিএম আসার পর থেকে উখিয়া পল্লী বিদ্যুৎ অফিসটি দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। অনিয়ম যেন নিয়মে পরিণত হয়েছে। তাই আমরা বাধ্য হয়েছি জনগণের পক্ষে কথা বলতে। তিনি আগামীকালের মানববন্ধনে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-