সাগরে ট্রলারডুবি: টেকনাফের উপকূল থেকে আরও দুই নারীর মরদেহ উদ্ধার!

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •


সাগরে মালয়েশিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় আরও দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল থেকে এই পর্যন্ত সর্বমোট এক শিশু ও চার নারীর মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে।

সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার দায়িত্বরত ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান ৫ অক্টোবর (বুধবার) রাত ১০টার দিকে সাগর উপকুলীয় ইউনিয়ন বাহারছড়া শীলখালী মেরিন ড্রাইভ সংলগ্ন উপকুলে দুই নারীর মৃতদেহ ভেসে উঠে।

এরপর স্থানীয়রা জেলেরা দেখতে পেয়ে শামলাপুর পুলিশ ফাঁড়িতে খবর দিলে কর্তব্যরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উপকুলে ভেসে আসা দুই নারীর মরদেহ উদ্ধার করে।

মরদেহ গুলো ময়না তদন্ত রিপোর্ট তৈরী করার জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে বলেও জানান তিনি।

আরও খবর