গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •
টেকনাফের গভীর সাগরে মালয়েশিয়াগামী ট্রলার ডুবির ঘটনায় মানব পাচারে জড়িত গ্রেফতারকৃত ৬ দালাল এবং পলাতক ১৮ দালালকে এজাহারভুক্ত আসামী করে সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করেছে পুলিশ।
সত্যতা নিশ্চিত করে, টেকনাফ মডেল থানার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, সাগরে ট্রলার ডুবির ঘটনায় জিবীত উদ্ধার হওয়া ৪৫ জন ব্যাক্তির মধ্যে মানব পাচারে জড়িত ৬ জনকে দালাল চিহ্নিত করতে সক্ষম হয় পুলিশ। এর মধ্যে দুই দালাল হচ্ছে রোহিঙ্গা।
তারা হলেন, উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মো.রশিদ, মো.শরীফ, কক্সবাজার মহেশখালী কুতুবজুম গ্রামের বাসিন্দা মো.সেলিম(২৪) ও কোরবান আলী, ঈদগাঁহ হাজিপাড়ার মো. আবদুল্লাহ (২০),টেকনাফ সাবরাং কাটাবনিয়া এলাকার শহীদ উল্লাহ (২৮)।
থানা সুত্রে জানা যায়, এদিকে গ্রেফতারকৃত ৬ দালালের স্বীকারোক্তী অনুযায়ী ৫/১০/২২ এসআই হোসনী মোবারক বাদী হয়ে গ্রেফতার ৬ জনসহ ২৪ দালালকে এজাহারভুক্ত আসামী এবং অজ্ঞাত ১৫ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করেছে। যার মামলা নং ১৩।
৬ দালালের বিরুদ্ধে পরবর্তী আইনী কার্যক্রম শেষ করার জন্য কক্সবাজার বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।
পাশাপাশি পরবর্তীতে এই ঘৃর্ণ্য অপরাধে জড়িত আসামীদের রিমান্ড আবেদন করা হবে। এরপর তাদের দেওয়া তথ্যের সুত্র ধরে আড়ালে থাকা ভদ্রবেশী মানব পাচারকারীদেরকে আইনের আওতাই নিয়ে আসার জন্য পুলিশ সদস্যরা প্রস্তুত রয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-