গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •
পর্যটন নগরী কক্সবাজার’র উখিয়া-টেকনাফের মানব পাচারকারী দালাল চক্রের সদস্যরা পুণরায় সক্রিয় হয়েছে। এই দালাল চক্রের সদস্যরা স্থানীয় ও শরনার্থী ক্যাম্পে থাকা অসহায় রোহিঙ্গা যুবক যুবতীদের কম টাকার বিনিময়ে ফিশিং ট্রলার যোগে অবৈধ ভাবে জীবনের মালয়েশিয়া পাঠিয়ে দিচ্ছে।
তারেই ধারাবাহিকতায় দালালদের খপ্পরে পড়ে স্ব-ইচ্ছায় জীবনের ঝুঁকি নিয়ে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করে যাচ্ছে।
এদিকে ৪ অক্টোবর (মঙ্গলবার) টেকনাফের উপকুলীয় ইউনিয়ন বাহারছড়া সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার সময় প্রায় দুই শতাধিক যাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় বাংলাদেশ পুলিশ ও কোস্ট গার্ড বাহিনীর সদস্যরা ৮ নারীসহ ৪৫ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে চারজন বাংলাদেশী নাগরিক অন্যরা সবাই উখিয়া-টেকনাফে আশ্রয় নেওয়া বিভিন্ন রোহিঙ্গা শরনার্থী শিবিরের বাসিন্দা বলে জানা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন,টেকনাফ মডেল থানার ইনচার্জ ওসি হাফিজুর রহমান। উদ্ধার হওয়া মালয়েশিয়াগামীর মধ্যে মহেশখালীর দুই জন, টেকনাফ সাবরাং ইউপির ১জন,ঈদগাঁও উপজেলার ১জন। অন্যরা সবাই উখিয়া বালুখালী, কুতুপালংসহ বিভিন্ন রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।
ওসি বলেন, উদ্ধার হওয়া ব্যাক্তিদের কাছ থেকে জানতে পারি ৩ অক্টোবর (সোমবার) দিবাগত রাতে উপকূলীয় ইউনিয়ন বাহারছড়ার কচ্ছপিয়া নামক স্থান থেকে একটি ফিশিং ট্রলার যোগে তারা মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা করে। পরে ট্রলারটি সাগর ডুবে যায়। এরপর ট্রলারে থাকা অনেক যাত্রী সাঁতরিয়ে অত্র ইউপি হলবনিয়া ও কাদের পাড়া উপকুলে উঠে আসতে সক্ষম হয়।
তিনি আরো জানান, টেকনাফে কর্মরত বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর সহযোগীতায় এই পর্যন্ত নর-নারীসহ ৪৫ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছি। তাদের মধ্যে ৪ জন দালাল হিসাবে চিহ্নিত হয়েছে। তবে ডুবে যাওয়া ট্রলারে কতজন যাত্রী ছিল তার সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি।
এদিকে, উদ্ধার হওয়া নর-নারীদের দাবী ডুবে যাওয়া ট্রলারে প্রায় দুই শতাধিক যাত্রী ছিল। তারা বলছে দেড় শতাধিক নিখোঁজ রয়েছে।
এব্যপারে স্থানীয় সু-শীল সমাজের ব্যাক্তিরা অভিমত প্রকাশ করে বলেন, কিছু অর্থলোভী প্রভাবশালী চক্র আড়ালে থেকে বছরের পর বছর মানব পাচারে জড়িত দালালদেরকে সার্বিক সহযোগীতা করে এই ঘৃর্ণ্য অপরাধ চালিয়ে যাচ্ছে। তাদের কারনে এই অসহায় গরীব দু:খী মানুষ গুলো জীবনের ঝুঁকি নিয়ে দুর্ঘটনায় কবলিত হচ্ছে।
একটি সূত্র বলছে অত্র এলাকা দিয়ে গত কয়েকদিন আগেও মালেশিয়াগামী বেশ কয়েকটি ট্রলার সাগর পথ পাড়ি দিয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-