উখিয়া প্রতিনিধি •
কক্সবাজারের উখিয়া থেকে ১ লাখ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫।
আটককৃতরা হলো- নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ির মৃত আশরাফের ছেলে মো. সাইফুল ইসলাম (৪৪) ও একই ইউনিয়নের মীর আহাম্মদের ছেলে ছৈয়দ করিম (৪০)।
বুধবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বালুখালী এলাকার কাঁকড়া ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দিবাগত রাত ১২টায় কাঁকড়া ব্রিজ এলাকায় অভিযানে যায় র্যাব। র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। ধাওয়া দিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তবে কালাম ও মোস্তফা নামে দুইজন পালিয়ে যায়। পরে তল্লাশি করে সাইফুলের হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে ৫০ হাজার ইয়াবা ও ছৈয়দ করিমের হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-