গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল ডটকম •
টেকনাফ সামান্য কথা-কাটাকাটির জের ধরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যায় সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ডাংগর পাড়া স্কুল সড়কে উক্ত ঘটনাটি সংঘটিত হয়।
নিহত ওই যুবক হচ্ছে, শাহপরীর দ্বীপ ডাংগর পাড়ার রশিদ আহমদ’র পুত্র মো.ইসমাঈল(২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ২৮ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যার দিকে ডাংগর পাড়া আমির হোসেনের দোকানের সামনে সোনালীর পুত্র মনজুর এবং রশিদের পুত্র ইসমাইলের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মনজুর ক্ষুব্ধ হয়ে ইসমাইলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে চলে যায়।
এসময় ঘাতক মনজুরের সাথে আরও ২/৩ জন যুবক ছিল।
এদিকে ছুরিকাঘাত হওয়া ইসমাইলের শৌর-চিৎকারে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার আঘাতের চিহ্ন গুরুতর দেখে উন্নত চিকিৎসা পাওয়ার জন্য ইসমাইলকে কক্সবাজারে হাসপাতালে প্রেরন করে। অবশেষে সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় সে মারা যায়।
এলাকাবাসীর কাছ থেকে তথ্য নিয়ে আরও জানা যায়,
ঘাতক মন্জুর মাদক পাচারসহ বিভিন্ন অপকর্মে জড়িত।
মিয়ানমার সীমান্ত ঘেঁষা দ্বীপ এলাকায় তার সকল অপকর্মের সাথে সংযুক্ত একটি সিন্ডিকেট রয়েছে। ঐ সিন্ডিকেটে কাজ করছে নানা অপরাধে জড়িত বেশ কয়েক জন যুবক। তাকে আইনের আওতাই নিয়ে আসলে তার অপকর্মের সকল তথ্য বের হয়ে আসবে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। নিহতের পরিবারের পক্ষ হয়ে কেউ অভিযোগ করলে, উক্ত অভিযোগটি সঠিক তদন্তের মাধ্যমে অভিযুক্ত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-