নিজস্ব প্রতিবেদক •
উখিয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে ছাত্রলীগ নেতা এসডি রায়হানের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল, কোরআনের হাফেজদের জন্য মিলাদের আয়োজন ও কেক কাটা এবং মিষ্টি বিতরণ করা হয়েছে।
এসময় ছাত্রলীগ নেতা এসডি রায়হান বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাই । জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভরসাস্থল। শেখ হাসিনার হাতে বাংলাদেশ আছে বলেই বাংলাদেশ এখনও নিরাপদ। যতদিন জননেত্রী শেখ হাসিনার হাতে দেশ থাকবে, ততদিন বাংলাদেশ পথ হারাবে না। শেখ হাসিনা জানেন মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি বৈশ্বিক চ্যানেল মোকাবেলা করে দেশকে উন্নয়নের রোলমডেল বানিয়েছেন, যার বড় উদাহরণ পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ ও বড় বড় মেগা প্রকল্প। করোনা সংকট মোকাবেলা সহ বৈশ্বিক সংকট মূহুর্তে ১২ লাখ রোহিঙ্গাকে দেশে আশ্রয় দিয়ে বিশ্বে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন যাহা বিশ্বের অন্যকোন নেতা করেনি।
জননেত্রী শেখ হাসিনা শুধু জননেত্রী নন তিনি প্রকৃত অর্থেই একজন সফল রাষ্ট্রনায়ক। দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও বিশ্বনেতা হিসেবে অসামান্য গ্রহণযোগ্যতা অর্জন করেছেন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
“মাননীয় প্রধানমন্ত্রী ৭৬তম জন্মদিন উপলক্ষে তার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
উল্লেখ্য, ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ তাঁর জন্মদিন উপলক্ষ্যে দেশব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-