হ্যাপী করিম, মহেশখালী •
সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারে মহেশখালীর কুতুবজোমের বসবাসরত নুরুল আলম মাঝি (৫৫) নামক এক জেলের মৃত্যু হয়েছে।
রবিবার (২৫ শে সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় জেলে নুরুল আলম মৃতদেহ বাড়িতে পৌছে দেয়া হয়েছে বাঁশখালী বাংলা বাজার এলাকা থেকে। জেলে নুরুল আলম রাঙ্গুনিয়া ৭নং ওয়ার্ডের ইসলামপুর এলাকার মৃত মোহাম্মদ হোসেনর ছেলে।
মাঝিমাল্লা সূত্র জানায়, গত ২৪ শে সেপ্টেম্বর দুপুরে বাঁশখালী বাংলা বাজার নেজাম ও ইসমাঈল কোম্পানি
ফিশিং বোট নিয়ে নুরুল আলম মাঝি গভীর সাগরে যান। ২৫ শে সেপ্টেম্বর রাতে ফিশিংবোটেই আকস্মিক নুরুল আলম মাঝির মৃত্যু হয়। ফলে মাছ না ধরেই কুলে ফিরে এসেছে ট্রলারটি। তবে কি কারনে তার মৃত্যু হয়েছে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। স্বাভাবিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্টাফ ও কোম্পানি।
উল্লেখ্য- মৃত নুরুল আলম মাঝির বাড়ী রাঙ্গুনিয়া হলেও সেই কুতুবজোম ইউনিয়নে মেহেরিয়াপাড়া এলাকায় বসবাসরত ছিলেন, তওনি ঐ এলাকার মৃত আক্কেল আলীর মেয়ের জামাই তাঁর সংসারে ৬ কন্যা ও ২ ছেলে রয়েছে। স্ত্রী ছেনোয়ারার কোন প্রকার অভিযোগ না থাকায়, কামিতারপাড়া জামে মসজিদের মাঠে রাত সাড়ে ৯ টায় জানাযা শেষে মেহেরিয়াপাড়া কবর স্থানে তার লাশ দাপন সম্পূর্ণ হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-