ইমরান আল মাহমুদ,উখিয়া:
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জের মোছারখোলা এলাকায় অভিযান চালিয়ে তিনটি ড্রেজার মেশিন জব্দ করেছে বনবিভাগ।
রবিবার(২৫ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুই ঘন্টার অভিযানের নেতৃত্ব দেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম।
তিনি বলেন,”গোপন সংবাদের ভিত্তিতে মোছারখোলা বিটের আব্দুল গণি প্রকাশ গণি ডাকাতের আস্তানায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালি উত্তোলনে ব্যবহৃত তিনটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। অভিযানের খবর পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযুক্ত আব্দুল গণির বিরুদ্ধে মামলা রুজু করা হচ্ছে।”
সূত্রে জানা যায়,আব্দুল গণি প্রকাশ গণি ডাকাত দীর্ঘদিন যাবত বনবিভাগের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে পাহাড় কেটে মাটি ও বালি পাচার করে আসছিলো। গণির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।
একইদিন মাছকারিয়া বিলে অবৈধভাবে বন্যপাখি শিকারকারীদের আস্তানায় অভিযান চালিয়ে তিন শতাধিক বক পাখি উদ্ধার করা হয়। পরে সুস্থ বক পাখিগুলো অবমুক্ত করা হয় এবং বাকী পাখিগুলো সুস্থ করে তারপর অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম।
অভিযানে থাইংখালী বিট কর্মকর্তা রাকিব হোসাইন রাজু,সদর বিট কর্মকর্তা বজলুর রশীদ,ভালুকিয়া বিট কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান সহ অনেকে উপস্থিত ছিলেন।
এর আগে গত বৃহস্পতিবার থাইংখালী বিটের বরইতলীতে মাটিখেকোদের আস্তানায় অভিযান চালিয়ে দুইটি দেশীয় তৈরি বন্দুক ও ড্রেজার মেশিন জব্দ করে বনবিভাগ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-