টেকনাফ প্রতিনিধি •
টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৯০ হাজার ইয়াবাসহ পাচারকাজে ব্যবহৃত একটি কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-২)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (২২ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদী সংলগ্ন মেম্বারঘাট এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
বিয়ষটি নিশ্চিত কিরেছেন বিজিবি-২ এর অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
তিনি জানান, নাফ নদীতে নৌকাযোগে টহল দেয়ার সময় মিয়ানমার থেকে একটি কাঠের নৌকা সীমান্ত অভিমুখে আসতে দেখে চ্যালেঞ্জ করি। এসময় নৌকা থেকে কয়েকজন লাফিয়ে সাঁতার কেটে মিয়ানমার অভ্যান্তরে চলে গেলে তাদের আটক করা সম্ভব হয়নি। পরে নৌকাটি তল্লাশি চালিয়ে পাটাতনের নিচ থেকে ৯০ হাজার ইয়াবাসহ নৌকাটি জব্দ করা হয়। জব্দ করা ইয়াবা ধ্বংস করার ব্যাটালিয়ন সদরে মজুদ রাখা হয়েছে এবং নৌকাটি শুল্ক গুদামে জমা দেয়া হবে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-