ইমরান আল মাহমুদ, কক্সবাজার জার্নাল •
রোহিঙ্গা ক্যাম্পে আবারও হত্যার ঘটনা ঘটেছে। এবার উখিয়ার ক্যাম্প-১৮ তে কুপিয়ে হত্যা করা হয় এক রোহিঙ্গা নেতাকে। নিহত হেডমাঝি ক্যাম্প-১৮ এর বদি আলমের ছেলে মো. জাফর আলম (৩৬)।
বুধবার(২১ সেপ্টেম্বর) রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ৮এপিবিএর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ কক্সবাজার জার্নালকে জানান, বুধবার রাত সাড়ে তিনটার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা ক্যাম্পের স্বেচ্ছা পাহারা ব্যবস্থায় নিয়োজিত ভলান্টিয়ারদের উপর এলোপাতাড়ি আক্রমণ করে।
পরে রক্তক্ষরণে গুরুতর আহত হেডমাঝি মো. জাফর ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনার পর থেকে ক্যাম্প-১৮ তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চেকপোস্ট সহ সব ঝুকিপূর্ণ স্থানে তল্লাশি ও ব্লক রেইড পরিচালনা করা হচ্ছে।
দুষ্কৃতকারীদের গ্রেফতারে ৮এপিবিএন’র অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-