মৃত ব্যক্তিকে দাহ করতে গিয়ে নিখোঁজ, লাশ মিলল নদীতে

রাঙ্গামাটি


রাঙামাটির নানিয়ারচরের চেঙ্গী নদী থেকে ননী গোপাল চাকমা (৫৯) নামের এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। ননী গোপাল চাকমা উপজেলার ১ নম্বর সাবেক্ষ‍্যং ইউনিয়নের প‍্যারাছড়া ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) লাশটি উদ্ধার করা হয়।

জানা গেছে, গত রবিবার ননী গোপাল এক মৃত ব্যক্তির দাহ সম্পন্ন করতে বাড়ি থেকে বের হন। পরে তিনি আর ফিরে না আসলে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে আজ সকালে চেঙ্গী নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার।

আরও খবর