পেকুয়া প্রতিনিধি •
কক্সবাজারের পেকুয়ায় ছাতার শিকের ভেতর দিয়ে অভিনব কায়দায় ইয়াবা পাচার কালে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার টইটং সীমান্ত ব্রীজ এলাকা থেকে ৪০০ পিচ ইয়াবা বড়িসহ রোহিঙ্গা যুবক মুজিবুর রহমান (২৪) কে আটক করা হয়। আটক রোহিঙ্গা যুবক উখিয়ার কুতুপালং এলাকার ৭নং ক্যাম্পের মো. সালামের ছেলে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ আলী বলেন, আমাদের কাছে খবর ছিলো এবিসি সড়ক হয়ে টেকনাফ থেকে চট্টগ্রামে ইয়াবা পাচার হবে। তাই টৈটং এ অস্থায়ী তল্লাশি চৌকি বসায়। রাত ৮টার দিকে সন্দেহজনক এক যুবককে জিজ্ঞাসাবাদ করা হলে সে তাঁর ছাতার শিকের ভেতরে ইয়াবা আছে বলে জানায়।
ছাতার শিকের ভেতর থেকে ৪০০ পিচ ইয়াবা উদ্ধার করে ওই রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-