রোহিঙ্গাদের জন্য বরাদ্দকৃত দুই ট্রাক চাল জব্দ, আটক ৩

ডেস্ক রিপোর্ট •

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ভিজিএফের চালভর্তি দুটি ট্রাকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ট্রাক ড্রাইভার পালিয়ে যায়।

আটক ব্যক্তিরা হলেন— উপজেলার চরআমানউল্যাহ এলাকার আবুল খায়েরের ছেলে ট্রাক ড্রাইভার মো. শামীম (৩২), চর জুবলি গ্রামের আব্দুস সোবহানের ছেলে জব্দ করা চালের মালিক দাবিদার মো. মনির (২৮) ও চরমজিদ গ্রামের আব্দুল হালিমের ছেলে ট্রাক ড্রাইভার মো. ওসমান (১৯)।

মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে দুই ট্রাক চাল আটকের সত্যতা নিশ্চিত করেন চরজব্বর থানার ওসি দেবপ্রিয় দাস। এর আগে সোমবার রাত দেড়টার দিকে উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের তোতার বাজার ও ৭নং পূর্ব চরবাটা ইউনিয়নের মঞ্জু চেয়ারম্যান বাজার থেকে ভিজিএফের চাল ভর্তি দুটি ট্রাকসহ তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলার দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর থেকে ট্রলারযোগে দেশের অন্যান্য স্থানে কালোবাজারির মাধ্যমে বিক্রয়ের উদ্দেশ্যে তোতাবাজার ও মঞ্জু চেয়ারম্যান বাজারঘাটে ভিজিএফের চালগুলো আনা হয়। তোতাবাজার (চট্ট মেট্রো-ট-১২-১০২১) ও মঞ্জু চেয়ারম্যান বাজার সংলগ্ন ঘাটের পাশে খালি জায়গা থেকে পাচার করতে ট্রাকে (ঢাকা মেট্রো-ট-১৮-২০৮৫) লোড করার সময় স্থানীয়দের সন্দেহ হয়। পরে চৌকিদার করিমের মাধ্যমে থানা পুলিশকে খবর দিলে ট্রাক এবং আলামতসহ পরিবহণ কাজে নিয়োজিত ব্যক্তিদের আটক করে থানায় নিয়ে আসে। মঞ্জু চেয়ারম্যান বাজারসংলগ্ন ঘাটে পুলিশের অভিযান টের পেয়ে ট্রাক ড্রাইভার পালিয়ে যায়।

চাল আটকের বিষয়ে জানতে চাইলে ওসি দেবপ্রিয় দাস চালভর্তি দুটি ট্রাক আটক করার সত্যতা নিশ্চিত করে বলেন, চালের পরিমাণ এখনো হিসাব করা হয়নি।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চালগুলো ভিজিএফের চাল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর