ইমরান আল মাহমুদ:
বাংলাদেশ-মায়ানমার সীমান্তে চলমান উত্তেজনায় তুমব্রু সীমান্ত পরিদর্শন করেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি ও পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।
সোমবার(১৯ সেপ্টেম্বর) সকালে ঘুমধুম উচ্চ বিদ্যালয় থেকে কুতুপালং উচ্চ বিদ্যালয়ে স্থানান্তর করা এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এসময় পরীক্ষা কেন্দ্র ঘুরে পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা।
এরপর ঘুমধুম সীমান্ত পরিদর্শনে ইউনিয়ন পরিষদে পৌঁছালে চেয়ারম্যান এ.কে এম জাহাঙ্গীর আজিজ বরণ করে নেন।
উল্লেখ্য,বিগত কয়েকদিন ধরে বাংলাদেশের সীমান্তে মর্টার শেল নিক্ষেপ ও গুলাগুলিতে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এতে এক রোহিঙ্গা মারা যায় ও কয়েকজন আহত হন। এরপর থেকে সীমান্তে কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়। তুমব্রু সীমান্ত থেকে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-