ইমরান আল মাহমুদ:
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৪হাজার ৩শ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ। গ্রেফতার মাদকপাচারকারী কুমিল্লা জেলার মুরাদনগরের ধামঘর ইউনিয়নের আবুল হাশেমের ছেলে মো. রফিক(২৯)।
অভিযানের নেতৃত্ব দেওয়া উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানায়,গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত পৌনে ১০টায় উখিয়া ভুমি অফিসের সামনে কক্সবাজার-টেকনাফ সড়কে চেকপোস্ট স্থাপন করে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি করা হয়। এসময় সিএনজির চেসিসের নিচে সুকৌশলে লুকানো ৪হাজার ৩শ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং চালক মো. রফিককে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামি ও জব্দকৃত সিএনজি থানা হেফাজতে রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-