ইমরান আল মাহমুদ:
কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে গড়ে উঠা দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
রবিবার(১৮ সেপ্টেম্বর) বিকেলে উখিয়া থানা পুলিশ ও বনবিভাগের সহযোগিতায় পালংখালী ইউনিয়নের বালুখালী মরাগাছ তলায় অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে উঠা ‘রোহিঙ্গা বাজার’ নামক স্থানে ২৩টি দোকান উচ্ছেদ করা হয়। একইদিন একটি মাটিভর্তি ডাম্পার জব্দ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব।
তিনি বলেন,”রবিবার বিকেলে বালুখালী মরাগাছতলায় অভিযান পরিচালনা করে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রীক অবৈধভাবে গড়ে উঠা ২৩টি দোকান উচ্ছেদ করা হয়। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধভাবে গড়ে উঠা দোকান পুনরায় স্থাপন না করার জন্য কঠোর নির্দেশ প্রদান করা হয়। একইদিন বালুখালী দক্ষিণ পাড়ায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে পাচার করা মাটিভর্তি ডাম্পার জব্দ করা হয়। পর্যায়ক্রমে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।”
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-