বালুখালী ক্যাম্পে ইয়াবা ও গাঁজাসহ দুই রোহিঙ্গা যুবক গ্রেফতার!

ইমরান আল মাহমুদ:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৮হাজার পিস ইয়াবা ও ২কেজি গাঁজা সহ দুই রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে ৮আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) সদস্যরা।

রবিবার(১৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সত্যতা নিশ্চিত করেন ৮এপিবিএন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ। তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুর দেড়টার দিকে ক্যাম্প-৯ এ অভিযান পরিচালনা করে দুই পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। তারা হলো,ক্যাম্প-১০ এর জি-৩০ ব্লকের মৃত আবু শামার ছেলে আব্দুল্লাহ(২০) ও এইচ-১৩ ব্লকের দিল মোহাম্মদের ছেলে মো. জোবায়ের(২৪)।

এসময় তাদের দেহ তল্লাশি করে ৮হাজার পিস ইয়াবা ও ২কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

আরও খবর