তাহাজ্জুদের নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু কক্সবাজারে

নিজস্ব প্রতিবেদক •

ফাইল ছবি

তাহাজ্জুদের নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু কক্সবাজারে
কক্সবাজারের মহেশখালীতে মসজিদে তাহাজ্জুদের নামাজরত অবস্থায় কাজিম উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ মুসল্লির মৃত্যু হয়েছে।

তিনি গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার হরিনাথপুর ইউনিয়নের তালুক জামিরা গ্রামের মৃত নাছির উদ্দিনের ছেলে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টায় বড় মহেশখালী ইউনিয়নের পশ্চিম মাহারাপাড়া জামে মসজিদে তাবলিগ জামাতে এসে তার মৃত্যু হয়।

তাবলীগ জামাতের আমীর লুৎফুর রহমান জানান, গত ১৯ আগস্ট গাইবান্ধা থেকে ১৭ জন সাথী নিয়ে তাবলীগ জামাতে বের হন কাজিম উদ্দিন। ১৬ আগস্ট মাহারাপাড়া জামে মসজিদে আসেন। গতকাল রাত ২টায় পশ্চিম মাহারাপাড়া জামে মসজিদে তাহাজ্জুদের নামাজরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। মসজিদে সিজদারত অবস্থায় এমন মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে পড়লে বৃদ্ধ লোকটিকে অনেকে আল্লাহর প্রকৃতি বান্দা বলতে শোনা গেছে।

আরও খবর