ইমরান আল মাহমুদ:
বাংলাদেশ-মায়ানমার সীমান্তের পালংখালীর ধামনখালী পরিদর্শন করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ। শনিবার(১৭ সেপ্টেম্বর) দুপুরে ঘুমধুম উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র সরিয়ে কুতুপালং উচ্চ বিদ্যালয়ে স্থানান্তরিত করা কেন্দ্র পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক। এরপর পালংখালী ইউনিয়নের ধামনখালী সীমান্ত এলাকা পরিদর্শনে যান তিনি। এসময় উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব,ওসি শেখ মোহাম্মদ আলী, একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আলম,উখিয়ার রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম, চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী সহ বিজিবি’র কর্মকর্তা ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,গতকাল শুক্রবার সন্ধ্যায় মায়ানমারের ওপার থেকে মুহুর্মুহু গুলি ছোঁড়া হয় বাংলাদেশের অভ্যন্তরে। এতে এক রোহিঙ্গা মারা যায়। আহত হয় অনেকে। ফলে আতংকে দিনাতিপাত করছে স্থানীয়রা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-