বিশেষ প্রতিবেদক •
বান্দরবানের ঘুমধুমের তুমব্রু সীমান্তে মর্টার শেল নিক্ষেপ করেছে মিয়ানমার। এ ঘটনায় প্রাণ গেছে মো. ইকবাল (১৭) নামে এক যুবকের। এছাড়া গুরুতর আহত হয়েছেন পাঁচজন রোহিঙ্গা। তাদের গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে এই ঘটনা ঘটে।
নিহত ইকবাল শূন্যরেখা রোহিঙ্গা শিবিরের খোনার পাড়া এলাকার মনির আহম্মদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউনিয়ন পরিষদদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। পূর্বকোণকে তিনি বলেন, আজ রাতে এই ঘটনা ঘটে। এতে মো. ইকবাল নামে একজন মারা গেছে। গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন রোহিঙ্গা।
এর আগে আজ বিকেল ৩টার দিকে বান্দরবানের ঘুমধুমের তুমব্রু সীমান্তের চাকমারপাড়া এলাকায় মিয়ানমারের মাইন বিস্ফোরণে বাংলাদেশী এক যুবক গুরুতর আহত হয়েছে। বিস্ফোরণে ওই যুবকের পা উড়ে গেছে। তাকেও গুরুতর অবস্থায় ভর্তি করা হয় কক্সবাজার সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
মিয়ানমারের মাইন বিস্ফোরণে পা হারানো ওই যুবকের নাম অথাইন তঞ্চঙ্গ্যা (২২)। সে তুমব্রু হেডম্যান পাড়ার অংক্যথাইন তঞ্চঙ্গ্যার ছেলে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-