বান্দরবানে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

বান্দরবান প্রতিনিধি •

বান্দরবানে মাদক মামলায় জিয়াউল হক না‌মের এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভুইয়া এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি জিয়াউল হক জিয়া (২৭) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজলার ৩ নম্বর ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ঘোনারপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মোহাম্মদ ইকবাল করিম এ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মো. কামরুল হাসান জানান, ২০২০ সালের ১৪ ডিসেম্বর নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম ইউনিয়‌নের ৪ নম্বর ওয়ার্ডের বেতবুনিয়া হেডম্যান পাড়ার মো. হাছান বাদল ও সোনালীর বাড়ির সামনে পায়ে হাঁটার মাটির রাস্তার ওপর আসামি জিয়াউল হক জিয়ার কা‌ছ থে‌কে ৪৮ হাজার ৭৫০ পিস ইয়াবা ট্যাবলট উদ্ধার করা হয়। পরে অবৈধভাবে মাদক দ্রব্য নিজ হেফাজতে সংরক্ষণের দায়ে মাদক আইনে মামলা দায়ের করা হয়। এরই প্রেক্ষিতে জেলা ও দায়রা জজ বান্দরবান পার্বত্য জেলা আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভুইয়া এ আদেশ দেন।

আরও খবর