টেকনাফে অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার!

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •


টেকনাফে পুলিশের অভিযানে জাহাঙ্গীর নামে এক অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

ধৃত ব্যাক্তি হচ্ছে, টেকনাফ সদর ইউনিয়ন গোদারবিল ৬নং ওয়ার্ড এলাকার রশিদ আহাম্মদ’র পুত্র।

অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্বে থাকা ইন্সেপেক্টর (তদন্ত) নাছির উদ্দীন মজুমদার জানান, গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে সদর ইউপি গোদারবিল এলাকার রাতের অন্ধকারে অস্ত্রধারী এক সন্ত্রাসী অবৈধ অস্ত্র হাতে এদিক ওদিক ঘুরাঘুরি করতেছে।

উক্ত সংবাদের তথ্য অনুযায়ী, ১২ সেপ্টেম্বর গভীর রাতে পুলিশের একটি চৌকষ দল অভিযান চালিয়ে গেলে ১টি বিদেশী পিস্তল,২ রাউন্ড গুলিসহ জাহাঙ্গীরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

ধৃত সন্ত্রাসীর বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় মামলা রুজু করে পরবর্তী কার্যক্রম শেষ করার জন্য কক্সবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হবে বলেও জানান তিনি।

আরও খবর