আস্থা লাইফের কক্সবাজার শাখা উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি •


আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট এর একটি প্রতিষ্ঠান “আস্থা লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড” এর কক্সবাজার শাখা অফিস আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে৷

রবিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কক্সবাজার সদর পৌরসভার হাসপাতাল রোডের “শেজন ম্যানশন”” এর ৩য় তলায় উদ্বোধন করেন আস্থা লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামসুল ইসলাম এসজিপি, এনডিসি, পিএসসি(অবঃ)৷

এসময় উপস্থিত ছিলেন, কক্সবাজার চেম্বার অফ কমার্স সভাপতি, হোটেল মালিক সমিতির সভাপতি, বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিক, বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি ও ব্যবসায়ীগণ সহ আস্থা লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড এর ঊর্ধ্বতন কর্মকর্তা প্রমূখ৷

উল্লেখ্য, আস্থা লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড ২০২০ সালের সেপ্টেম্বর মাসে তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করে৷ কোম্পানীটি বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সমুন্নত রেখে তাদের নিরলস সেবার মাধ্যমে বীমাখাতে তথা অর্থনীতিতে অবদান রাখার লক্ষ্যে বদ্ধপরিকর৷

আরও খবর