সরওয়ার আলম শাহীন •
পাহাড় কাটা বন্ধে পদক্ষেপ গ্রহণ না করায় কক্সবাজারের ডিসি,এসপি,উখিয়ার ইউএনওসহ ৯ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হলেও থেমে নেই অবৈধ পাহাড় কাটা ও বালি উত্তোলন। বিশেষ করে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনার পাড়া রেজু খাল পয়েন্ট থেকে কক্সবাজার জেলা ও উখিয়া উপজেলা প্রশাসনের নাম ভাঙ্গিয়ে চলছে অবৈধ বালি উত্তোলন।
জানা যায়, দীর্ঘ এক মাস ধরে রেজু খাল পয়েন্ট থেকে বালি উত্তোলনের জন্য প্রস্তুতি গ্রহণ করে স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেট। কালা জমির ও আবুল কালামের নেতৃত্বাধীন উক্ত সিন্ডিকেট বালি উত্তোলনের জন্য রীতিমতো ক্রেন ব্যবহার করে বালি সংরক্ষণ করার জন্য বিরাট গর্ত করে। এজন্য তারা রেজু খাল পয়েন্ট থেকে অনেক দূরে ঝাউ বাগান মন গাইয়ার টেক পর্যন্ত ড্রেজার মেশিন বসিয়ে বিশাল এলাকাজুড়ে পয়েন্ট তৈরি করে। বেশ কয়েকবার বালি উত্তোলনের জন্য তৈরী হলেও বারবার সময় পিছিয়ে দিচ্ছিল উক্ত সিন্ডিকেট। অবশেষে গত বুধবার থেকে পুরোদমে বালু উত্তোলন শুরু করে উক্ত সিন্ডিকেটটি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-