দীর্ঘ ৯ বছর পর টেকনাফ উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন: ইলেকশন না সিলেকশন?

গিয়াস উদ্দিন ভুলু, কক্সবাজার জার্নাল •


সকল জল্পনা কল্পনা শেষ হওয়ার পর অবশেষে আজ ১১ সেপ্টেম্বর (রবিবার) টেকনাফ উপজেলা আ.লীগের সম্মেলন অনুষ্টিত হতে যাচ্ছে।

এদিকে দীর্ঘ ৯ বছর পর প্রাকৃতিক দৃর্শ্যেঘেরা পর্যটন খ্যাত নগরী টেকনাফ উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে তৃণমুল কর্মিদের মাঝে দেখা দিয়েছে সাজ সাজ রব।

রবিবার সকাল ১০টায় টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

সম্মেলনকে কেন্দ্র অত্র উপজেলা আ.লীগ অংগ সংগঠনের মাঝে বিরাজ করছে খুশির আমেজ। চারিদিকে সাজ সাজ রব।

সম্মেলনকে ঘিরে প্রাণ চাঞ্চল্য ফিরে পেয়েছে নেতাকর্মীদের মধ্যে। মেরিন ড্রাইভ সড়ক, পৌর শহরের অলিগলিতে ছেয়ে গেছে পোস্টার, ব্যানার, ফেস্টুন। বেশ কয়েকটি তোরণও নির্মাণ করা হয়েছে।

উক্ত সম্মেলনে উপস্থিত থাকবেন এক ঝাক কেন্দ্রীয় নেতাকর্মী।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আ.লীগের কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বিশেষ অতিথি, ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট ফরিদুল ইসলাম, কেন্দ্রীয় কার্যকরী কমিঠির উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উখিয়া-টেকনাফের সাংসদ শাহিন আক্তার, মহেশখালী কুতুবদিয়ার সাংসদ আশেক উল্লাহ রফিকসহ জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

দীর্ঘ ৯ বছর পর উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে কে হচ্ছেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক এমন আলোচনা চলছে সর্বত্র। গুরুপ্তপূর্ণ এ দুটি পদে কারা নেতৃত্ব আসবে, কারা আসবে না এমন আলোচনা-সমালোচনা এখন প্রতিটি চায়ের দোকানে।

তথ্য নিয়ে জানা গেছে, বিগত ২০১৩ সালের জানুয়ারীতে সর্বশেষ টেকনাফ আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

সে সময়ে সভাপতি নির্বাচিত হয়েছিল উখিয়া-টেকনাফ ৪ আসনের সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল বশর।

উক্ত কমিটি দায়িত্ব পালন কালীন সময়ের মধ্যে বিগত ২০২০ সালের ১৩ নভেম্বর সভাপতি সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলী চলে গেলেন না ফেরার দেশে।

এরপর উক্ত কমিটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ববার গ্রহন করেন প্রবীণ আ.লীগ নেতা মাস্টার জাহেদ হোসেন। তবে এবারের সম্মেলনে সভাপতি-সম্পাদক পদে এখন পর্যন্ত যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন- সভাপতি পদে বর্তমান সাধারন সম্পাদক নুরুল বশর, সাধারণ সম্পাদক পদে সাবেক এমপি পুত্র মাহবুব মোর্শেদ, জেলা আ.লীগ সদস্য বদরুল হাসান (মিলকি)।

ব্যানার, পোস্টার,ফেস্টুনে এই তিন নেতার ছবি গুলো এখন ভাইরাল। আবার সম্মেলনের দ্বিতীয় অধিবেশন নিজেকে প্রার্থীতা ঘোষণা করতে পারে এমন বেশ কয়েক জন নেতার নাম শোনা যাচ্ছে, এর মধ্যে রয়েছে সাবেক এমপি আব্দুর রহমান বদি,
এইচ এম ইউনুছ বাঙ্গালী, টেকনাফ পৌরসভা আ.লীগের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান নুরুল আলমসহ অনেক নেতার নাম তৃণমুল কর্মীদের মুখে মুখে। তবে কে কোন পদে প্রার্থীতা ঘোষণা করবে তা এখনো অজানা।

সম্মেলনে তৃণমূল নেতা কর্মীদের সমর্থন পেতে পদ প্রত্যাশীরা গত কয়েক দিন ধরে ব্যস্ত সময় পার করছেন।

এদিকে সম্মেলনস্থল টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে মঞ্চ ও প্যান্ডেল নির্মাণের কাজ চলছে পুরোদমে। গত দুই দিন ধরে জেলা, উপজেলা, আ.লীগের অংগ সংগঠনের নেতারা সম্মেলনস্থলে গিয়ে প্যান্ডেলের কাজসহ সার্বিক ব্যবস্থাপনার তদারকি করছেন।

৯ বছর পর ত্রি-বার্ষিক সম্মেলন সার্বিক প্রস্তুতির সফলতা বাস্তবায়ন করার প্রত্যয় নিয়ে বর্তমান কমিঠির সাধারন সম্পাদক সভাপতি প্রার্থী নুরুল বশর জানান, উক্ত সম্মেলনে বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে প্রায় ১৫/২০ হাজার তৃনমুল কর্মীর সমাগম হবে।

তিনি বলেন, বাংলাদেশ আ.লীগের গঠনতন্ত্র মোতাবেক নেতা নির্বাচিত হবে বলে মত প্রকাশ করেন।

অত্র উপজেলার আ.লীগ সমর্থিত সু-শীল সমাজের ব্যাক্তিরা অভিমত প্রকাশ করে বলেন, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা হাত আরো শক্তিশালী করার জন্য এবারের সম্মেলনে মাদক সংশ্লিষ্ট কোন ব্যাক্তিকে পদ পদবী ভাগ না পায় সে বিষয়ে সবাইকে ঐক্যমত পোষণ করে।

সূত্রে আরো জানা যায়, টেকনাফ পৌরসভা আ.লীগের সদ্য ঘোষিত সভাপতি সাবেক এমপি আব্দুর রহমান বদির নেতৃত্বে পৌর সভার ৯টি ওয়ার্ড থেকে প্রায় ৫ হাজার নারী-পুরুষ সম্মেলনে উপস্থিত থাকবে।

টেকনাফ উপজেলা আ.লীগ,অংগ সংগঠনের নেতা কর্মীরা যার যার অবস্থান জানান দিতে ব্যাস্ত সময় পার করছে যা চোখে পড়ার মত।####

আরও খবর