বঙ্গোপসাগরে ১৬ নৌকায় ডাকাতি: বিপুল অস্ত্রসহ ১১ ডাকাত গ্রেপ্তার

চট্টগ্রাম •


বঙ্গোপসাগরে ১৬টি নৌকা ডাকাতির ঘটনায় জড়িত ১১ জলদস্যুকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, ডাকাতি করা তিন হাজার ইলিশ মাছ, বিপুল পরিমাণ মাছ ধরার জাল ও ডাকাতিতে ব্যবহৃত নৌকাও জব্দ করা হয়েছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বঙ্গোপসাগরের গভীর সমুদ্র ও বাঁশখালীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। তিনি বলেন, এ বিষয়ে আজ শনিবার বিকাল ৪টায় চান্দগাঁও ক্যাম্পে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

আরও খবর