রামু সরকারি কলেজ পরিদর্শনে ইউএনও ফাহমিদা

সংবাদ বিজ্ঞপ্তি •

ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রামু সরকারি কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেছেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মোস্তফা স্বর্না।

গত বৃহস্পতিবার সকালে পরিদর্শনে যান তিনি। ওই সময় রামু সরকারি কলেজ শিক্ষক পরিষদ এবং অধ্যক্ষ মুজিবুল আলম এর পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

তিনি শিক্ষকদের সাথে মতবিনিময় করেন এবং প্রতিটি ক্লাস রুমে শিক্ষার্থীদের সাথে কৌশল বিনিময় করেন।

একাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে মোহাম্মদ সোহেল সিকদার রানা কলেজে আইসিটি ল্যাবে শিক্ষা উপকরণ বৃদ্ধি ও একটি কলেজ বাস দেয়ার দাবি তুলেন এবং বেতন কমানোর অনুরোধ করেন। শিক্ষার্থীদের অনুরোধ রাখবে বলে আশ্বাস দেন নির্বাহী কর্মকর্তা।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষার্থীদেরকে বিভিন্ন বিষয়ে নিয়ে নির্দেশনামুলক পরামর্শ দেন। পরে তিনি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের একটি দেয়াল পত্রিকা উন্মোচন করেন।

আরও খবর