নিজস্ব প্রতিবেদক •
উখিয়ার নিখোঁজ মিটন বড়ুয়া (৩৫) এর ভাসমান লাশ বাংলাদেশ-ভারত সীমান্তের ফেনী নদী থেকে উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার সকালে ফটিক ছড়ি উপজেলার নলোয়া বিজিবি ক্যাম্পের সদস্যরা মিটনের মরদেহ উদ্ধার করে। ভুজপুর থানার পুলিশ ময়না তদন্তের জন্য মিটনের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করছে।
নিহত যুবক উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ১নং ওয়ার্ড মধ্যরত্না গ্রামের বাসিন্দা মৃত সামাচরণ বড়ুয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১ আগষ্ট ভারতে যাওয়ার উদ্দেশ্য বাড়ি থেকে বের হন।
বিভিন্ন সূত্রে জানা গেছে, দালাল চক্রের সহযোগিতায় মিটন রামগড় সীমান্ত পথ দিয়ে অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করছিল। ওই সময় ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ গুলি বর্ষণ করলে তিনি নদীতে ঝাপ দেয়। বিষয়টি মোবাইল ম্যাচেন্জারের মাধ্যমে পরিবারকে খবর দেয় দালাল চক্র।
ছোট ভাই ঝোটন জানান, দালানের মাধ্যমে খবর পেয়ে নিখোঁজ ভাই মিটনের সন্ধানে মাটি রাংগা ও রামগড় থানার সাথে যোগাযোগ করে বাংলাদেশ-ভারত সীমান্তের ফেনী নদীর বিভিন্ন পয়েন্টে খুঁজাখুজি শুরু করে। গতকাল বুধবার সকালে ভুজপুর থানার বাগান বাড়ি এলাকার খাল হতে ভাসমান অবস্থায় মিটনের মরদেহ পাওয়া যায়।
খোঁজ খবর নিয়ে জানা গেছে, নিহত মিটন হলদিয়া পালংয়ের রুমখা পালং উচ্চ বিদ্যালয়ের দপ্তরী ছিল। ইতালী বা ফ্রান্স যাওয়ার উদ্দেশ্য দালানের মাধ্যমে ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে অবশেষে লাশ হয়ে ফিরল।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-