কক্সবাজার জার্নাল ডটকম •
উখিয়ার রত্নাপালং ইউনিয়নের টেকপাড়া নিবাসী এডভোকেট এ. এম. তোফাইল আর নেই। তিনি আজ বুধবার ভোর ৫টা ২০ মিনিটের দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না….রাজেউন)। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৯ বছর।
এডভোকেট এ. এম তোফাইল উখিয়ার রত্নাপালং ইউনিয়নের মৃত রহিম আলী ফকিরের পুত্র। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, পাঁচ মেয়ে, তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এডভোকেট এ.এম তোফাইল পেশাজীবনে স্বনামধন্য শিক্ষক ও কক্সবাজার জজ কোর্টের উকিল ছিলেন। তিনি অত্যান্ত সহজ সরল, সজ্জন ছিলেন।
আজ বুধবার (৭ সেপ্টেম্বর) বাদে আছর খোন্দকার পাড়া জামে মসজিদ কবরস্থান মাঠে মরহুম এডভোকেট তোফাইল এর নামাজে জানাজা অনুষ্টিত হবে বলে মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে।
এদিকে, এডভোকেট এ. এম. তোফাইল এর মৃত্যুতে কক্সবাজার জার্নাল পরিবার গভীরভাবে শোকাহত।
এক শোক বার্তায় কক্সবাজার জার্নাল ডটকমের উপদেষ্টা সম্পাদক রাসেল চৌধুরী, সম্পাদক আবদুল্লাহ আল আজিজ, নির্বাহী সম্পাদক গিয়াস উদ্দিন ভূলু ও সকল সদস্যবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের বিদেহী আত্নার শান্তি কামনা করেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-