চট্টগ্রাম •
নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালিয়ে কক্সবাজারের টেকনাফ ক্যাম্পে যাওয়ার সময় কিশোরীসহ তিন রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
সোমবার (৫ সেপ্টেম্বর) রাতে তাদের সুবর্ণচরের মোহাম্মদপুর চৌরাস্তা এলাকা থেকে আটক করা হয়।
আটক রোহিঙ্গারা হলেন- ভাসানচর আশ্রয়ণের ৬৩ নম্বর ক্লাস্টারের জয়নাল হোসেন (২৪), জোবায়ের (২৩) ও জোহরা খাতুন (১৫)।
তাদের আবারও ভাসানচরে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন চরজব্বার থানার ওসি দেব প্রিয় দাশ। তিনি বলেন, সোমবার স্থানীয় জেলেদের সহযোগিতায় নৌকায় ভাসানচর থেকে পালানোর উদ্দেশে বের হয়ে আসেন সাত রোহিঙ্গা। পরে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন সংলগ্ন ঘাটে তাদের নামিয়ে দেয়া হয়। স্থানীয়দের সন্দেহ হলে কিছু বুঝে ওঠার আগেই চার রোহিঙ্গা পালিয়ে যান। এ সময় তিন রোহিঙ্গাকে আটক করেন স্থানীয় লোকজন।
দেব প্রিয় দাশ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের পুনরায় ভাসানচর পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-