চট্টগ্রাম •
নগরীর পতেঙ্গা সমুদ্র-উপকূলের বেড়িবাঁধ এলাকা থেকে ছুরিকাঘাতে নিহত অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ছুরিকাঘাতের হত্যার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তারকৃতদের মধ্যে আলমগীর নামে এক যুবক । পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার অন্য আসামিরা হলেন- তানভীর হাসান মীম (১৮), মো. জাহিদ হোসেন ইমন (১৮), মো. আলী আকবর গুরু (২০) মো. নাসিম ও মো. মনির উদ্দীন হৃদয় (২০)।
ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, গত শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে পতেঙ্গা থানার খেজুরতলা উপকূলের বেড়িবাঁধ এলাকায় ছিনতাই করতে আলমগীরের নেতৃত্বে ছয়জন অংশ নেন। টাকা-পয়সা আছে ভেবে তারা অজ্ঞাতপরিচয় ব্যক্তির পথ আটকায়। কিন্তু তার কাছে কিছু ছিল না। একপর্যায়ে তাদের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন ওই যুবক। এতে ক্ষিপ্ত হয়ে তার বুক ও পিঠে ছুরিকাঘাত করা হয়।
রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে পতেঙ্গা সমুদ্র-উপকূলের বেড়িবাঁধ এলাকায় একটি অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে পতেঙ্গা থানা পুলিশ। যুবকের বয়স আনুমানিক ৩৮-৪০ বছর হবে। ঘটনার দিন ভোরে স্থানীয় একজন রক্তমাখা শার্ট পরা এক যুবককে দেখে। পরে বিষয়টি পুলিশকে জানায়। গ্রেপ্তারের পরে আলমগীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। তার কাছ থেকে রক্তমাখা একটি ফুলশার্ট জব্দ করা হয়। আলমগীরের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িত তার আরও ৫ জন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ রক্তমাখা সেই শার্টের সূত্র ধরে মো. আলমগীরকে গ্রেপ্তার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-